চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

সরকারি হাসপাতালে নার্স পদে চাকরি, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালে এই কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে। শুধু মাত্র দু’মাস চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। কাজের প্ৰয়োজনীয়তা অনুযায়ী চুক্তির সময়সীমা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- স্টাফ নার্স।

শূন্যপদের বিন্যাস- মোট শূন্যপদ ২৯ টি।

  • মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল- ১১ টি।
  • আয়ুস করোনা হসপিটাল- ৬ টি।
  • ঘাটাল SDH কোভিড হসপিটাল- ৮ টি।
  • খড়গপুর SDH করোনা হসপিটাল- ৪ টি।

আরও চাকরির খবর:

কলকাতা জাদুঘরে গ্রূপ-সি কর্মী নিয়োগ
রাজ্যে ১০ হাজার ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
গ্রামীণ বিকাশ ব্যাংকে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা- ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে প্রার্থীকে অবশ্যই GNM/ BSC নার্সিং কোর্স করে থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৭,২২০ টাকা।

ইন্টারভিউ তারিখ ও সময়- ২৪/০৬/২০২১,সকাল ১০.৩০।

ইন্টারভিউয়ের স্থান- CMOH Office, Zilla Swasthya Bhawan, Saratpally, MIDNAPUR TOWN, PASCHIM MEDINIPUR.

Official Notification

Leave a Comment

Home Breaking E - Paper Video Join