চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে?

NeXaric Digial
Show Quick Read
Summary is AI-generated, newsroom-reviewed

WB HS 3rd Semester Result: পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল! এই বছর প্রথমবারের মত সেমিস্টার পদ্ধতির আওতায় আয়োজিত হয়েছিল উচ্চমাধ্যমিক। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে পুজোর আগেই সেপ্টেম্বর মাসে। এবার তার ফল প্রকাশের তারিখ ঘোষণা করল রাজ্যের উচ্চমাধ্যিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই সংসদের তরফে জানানো হয়েছে যে ২০২৫ সালের অক্টোবর মাসের ৩১ তারিখেই প্রকাশ্যে আসবে ফলাফল। ছাত্রছাত্রীরা কীভাবে সেই ফলাফল দেখবেন? নিজেদের খাতা কীভাবে মেলানো যাবে? সব তথ্য জানতে পারবেন আজকের প্রতিবেদনটি থেকে।

WB HS 3rd Semester Result

রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ৩১শে অক্টোবর দুপুর ১টার পর অনলাইনে প্রকাশিত হতে চলেছে তৃতীয় সেমিস্টারের ফলাফল (WB HS 3rd Semester Result)। রেজাল্ট প্রকাশিত হবার পর মোট প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক পার্সেন্টেইল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরবর্তী সময়ে নিজ নিজ বিদ্যালয় থেকে রেজাল্টের কপি নিতে পারবেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ ৬২৩ শূন্য পদে কেন্দ্রীয় সরকারি দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর শেষ হয় রাজ্যের প্রথম উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় যথেষ্ট সফলভাবে সম্পন্ন হয় পরীক্ষা। এমনকি বিগত কয়েক বছরের মধ্যে সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়।

চাকরির খবরঃ ভারতীয় রেল মন্ত্রকের অন্তর্গত সংস্থায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হচ্ছে

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

WB HS 3rd Semester Result দেখবেন কীভাবে?

রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা প্রকাশিত ওয়েবসাইটে অনলাইন মাধ্যমে দেখা যাবে পরীক্ষার ফলাফল। ছাত্রছাত্রীরা https://result.wb.gov.in/ – এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন নিজেদের ফলাফল।
রেজাল্টের দিন সবার আগে ফলাফল জানতে অবশ্যই Exam Bangla পেজটি ফলো করুন।

NeXaric Digial

আমি দেবপ্রিয়া নন্দী সরকার। ২০১৮ তে পলিটিক্যাল সাইন্স অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর ২০১৯ থেকে আমি কনটেন্ট রাইটার হিসেবে কাজ শুরু করি। পলিটিক্যাল, বিনোদন, লাইফ স্টাইল, আন্তর্জাতিক খবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমার লেখার অভিজ্ঞতা রয়েছে।

Home Breaking E - Paper Video Join