চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS 2026 New Update: উচ্চ মাধ্যমিক পাশ করেও সেমিস্টার দেওয়ার সুযোগ, ঘোষণা করল শিক্ষা সংসদ

Exam Bangla

WB HS New Update: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পরবর্তী বছরের উচ্চ মাধ্যমিকের বসার নির্দেশ সংসদের। এই বিষয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ৯ (২) রেগুলেশন অনুসারে যে সমস্ত পড়ুয়ারা ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারা সেমিস্টার মাধ্যমে পুনরায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ ছাত্র-ছাত্রীর চাইলেই সেমিস্টার মাধ্যমে আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেন।

পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান, “পুরনো সিলেবাসে অপশন্যাল বিষয়ের সঙ্গে কম নম্বর পাওয়া বা ফেল করে যাওয়া বিষয়ের অদল-বদল করার ব্যবস্থা ছিল। এ বার সেমেস্টার পদ্ধতিতেও চাইলে পরীক্ষা বসতে পারবে উত্তীর্ণেরা”।

এবার প্রশ্ন হচ্ছে, এই ৯ (২) রেগুলেশন কী?

আসলে এতদিন পর্যন্ত বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের সময় বেস্ট ফাইভ নম্বর গণনা করা হতো রেজাল্টের ক্ষেত্রে। অর্থাৎ একজন পরীক্ষার্থী যদি ৬টি বিষয়ের মধ্যে যেকোনো ৫টি বিষয়ে উত্তীর্ণ হন এবং একটি বিষয়ে অনুত্তীর্ণ থেকে যান, তার ক্ষেত্রে প্রথম বা উত্তীর্ণ হওয়া ৫টি বিষয়ের নম্বর এর উপর ভিত্তি করেই রেজাল্ট তৈরি হতো। অর্থাৎ এই ক্ষেত্রে ছয়টি বিষয়েই পাশ করতে হবে এমন বাধ্যবাধকতা ছিল না। তবে ভাষাভিত্তিক পেপারগুলিতে পাস করা বাধ্যতামূলক ছিল বরাবরই। এইভাবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ছয়টি বিষয়ের মধ্যে যেকোনো পাঁচটি বিষয়ে উত্তীর্ণ হতেন, তাদেরকে ৯ (২) রেগুলেশনের আওতায় ধরা হতো।

আরও পড়ুনঃ চালু হল সেমিস্টার সিস্টেম, পরীক্ষা কবে থেকে জানুন

এবারে রাজ্যের শিক্ষা সংসদের দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ৯ (২) রেগুলেশনে উত্তীর্ণ হয়েছেন, তারা চাইলেই আবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। আসলে ৯ (২) রেগুলেশনে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করে গেলেও জয়েন্ট বা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না অনেক সময়ই। সেই ক্ষেত্রে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের আরো এক বছর অপেক্ষা করে যেতে হতো। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই শিক্ষা সংসদের তরফে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের আবারও এক বছর পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ

নতুন করে আবেদনের পদ্ধতি

৯ (২) রেগুলেশনের আওতায় থাকা এই বছরের ছাত্র-ছাত্রীদের জন্য নতুন করে আবেদনের পদ্ধতি শুরু করা হয়েছে। ছাত্র ছাত্ররা চাইলেই নিজেদের স্কুলের মারফত অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এই ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ হওয়া উচ্চ মাধ্যমিক রেজাল্ট জমা দিতে হবে। মে মাসের ৮ তারিখ থেকে জুন মাসের ৭ তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশন এর জন্য অনলাইন ওয়েবসাইট খোলা রাখা হবে শিক্ষা সংসদের পক্ষ থেকে।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join