চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS Routine 2026: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের তারিখ ঘোষণা করল সংসদ, পরীক্ষা কবে থেকে জেনে নিন

Exam Bangla

HS Routine 2026: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই ২০২৬ এর উচ্চমাধ্যমিক নিয়ে তোড়জোড় শুরু! ছাত্র-ছাত্রীদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৫ সালের শেষবারের মতো আয়োজিত হয়েছিল বার্ষিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিক। আগামী বছর থেকে ছাত্র-ছাত্রীদের সেমিস্টার মাধ্যমে দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেমিস্টার অর্থাৎ বছরের দুটি পরীক্ষার মাধ্যমে আয়োজিত হবে উচ্চমাধ্যমিক। ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দিয়ে এসেছে। এরপর দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ছয় মাসের মধ্যে তৃতীয় সেমিস্টার এবং তারপর চতুর্থ সেমিস্টার আয়োজন করা হবে।

এভাবেই ২ বছরে মোট ৪টি পরীক্ষার মাধ্যমে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হবেন ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার সাথে সাথেই নতুন উচ্চ মাধ্যমিক বছর শুরু হয়েছে। এই বছরে যারা তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার দেবে, তাদের জন্য নতুন শিক্ষা বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করল সংসদ। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ এই সংসদের তরফ থেকে পরীক্ষার শুরু এবং শেষের তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। এবারের সম্পূর্ণ রুটিন প্রকাশ্যে এলো।

সংসদের দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ৮ তারিখ থেকে। এই পরীক্ষা চলবে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০ টা থেকে ১১:১৫ মিনিটের মধ্যে আয়োজন হবে এই পরীক্ষা। সংসদের নির্দেশ অনুসারে OMR বেসড MCQ পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। আসলে নতুন প্যাটার্ন অনুসারে, প্রথম এবং তৃতীয় সেমিস্টার MCQ আকারে হবে এবার থেকে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ

২০২৫ সালে প্রথমবারের মতো তৃতীয় সেমিস্টার আয়োজিত হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ রুটিনটি নিচে টেবিলের আকারে দেওয়া হল।

HS Routine 2026

HS 3rd Semesteer Routine 2025-2026
পরীক্ষার তারিখবিষয়
০৮/০৯/২০২৫প্রথম ভাষা/বাংলা
০৯/০৯/২০২৫বৃত্তিমূলক/ভোকেশনাল বিষয়
১০/০৯/২০২৫দ্বিতীয় ভাষা/ইংরাজি
১১/০৯/২০২৫ইকোনোমিক্স, অ্যান্থ্রোপোলজি, অ্যাপ্লায়েড AI, সায়েন্স অফ ওয়েল বিইং
১২/০৯/২০২৫ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, একাউন্টান্সি
১৩/০৯/২০২৫কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিস, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস
১৫/০৯/২০২৫স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, ইতিহাস, কমার্সিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং
১৬/০৯/২০২৫কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ
১৮/০৯/২০২৫ফিলোজফি
১৯/০৯/২০২৫ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসিয়ান, আরাবিক
২০/০৯/২০২৫সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স, সোসিওলজি
২২/০৯/২০২৫বায়োলজিক্যাল সাইন্স, পলিটিকাল সায়েন্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন
Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join