চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS Syllabus 2025: উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে যুক্ত হল নতুন ৫টি বিষয়, সংসদের উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু ইতিমধ্যেই

Exam Bangla

HS Syllabus 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের নতুনভাবে প্রশিক্ষিত করার কার্যকলাপ শুরু হল! এই বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষা বর্ষে প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে আয়োজিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর ফলে বিগত বছর থেকেই উচ্চমাধ্যমিকের সিলেবাসে আমূল বদল আনা হয়েছে। যেখানে ছাত্র-ছাত্রীদের পাঠক্রমে যুক্ত হয়েছে একাধিক নতুন বিষয়। এর ফলে ছাত্রছাত্রীদের সঠিকভাবে সেই বিষয়গুলি শেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকাদেরও সেই সমস্ত নতুন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কার্যকলাপ শুরু হল।

WB HS Syllabus 2025

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের একাদশ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের পাঠক্রমে বেশ কিছু বদল করেছে শিক্ষা সংসদ (HS Syllabus 2025)। এই বদলের বিষয়বস্তু অবশ্যই শিক্ষকদের বুঝিয়ে দেওয়া প্রয়োজন। সেই কারণে ইতিমধ্যেই ওরিয়েন্টেশন সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র সংস্কৃত বিষয়েই পশ্চিমবঙ্গ রাজ্যের ৪,২০০ এর বেশি শিক্ষক শিক্ষিকা যুক্ত রয়েছেন। নতুন সিলেবাসের বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার জন্য তাদের বিশেষ করে প্রশিক্ষণের ব্যবস্থা করল শিক্ষা সংসদ।

এই বিষয়ে বিশেষজ্ঞ ৪ জন অধ্যাপক এবং ১ জন শিক্ষক প্রশিক্ষণ দেবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য বেশ কিছু বিষয় ভিত্তিক ট্রেনিং শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এই বিশেষ প্রশিক্ষণের জন্য ১১ই জুন থেকে ২৪ শে জুন পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতি মধ্যেই ১১ই জুন তারিখ থেকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে শিক্ষক শিক্ষিকাদের (HS Syllabus 2025)।

শিক্ষা সংসদের শচীন প্রিয়দর্শিনী মল্লিকের কথায়, “আমরা এক দিকে যেমন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেশ কিছু নতুন বিষয় পাঠদানে যুক্ত করেছি। পাশাপাশি বহু বিষয় সিলেবাস ও পরিবর্তন করেছি। শিক্ষকরা যাতে বিষয়গুলি সম্বন্ধে ওয়াকিবহাল হয় তাই আমরা ওরিয়েন্টেশন ও বিষয়ভিত্তিক ট্রেনিং দিচ্ছি।”

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি- Apply Now

প্রসঙ্গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পাঠক্রমে নতুন পাঁচটি বিষয়ে সংযোজন করা হয়েছে। এগুলি হল- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডেটা সাইন্স, এনভাইরনমেন্টাল স্টাডিজ, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিসটিক্স, ফিশারিজ এন্ড অ্যাকোয়া কালচার এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশল সাইন্স। মূলত এই পাঁচটি বিষয়ের উপরেই শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্র-ছাত্রীদের যাতে এই বিষয়গুলি সম্পর্কে কোনো রকম সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্যই এমন পদক্ষেপ সংসদের। এমনকি প্রশিক্ষণ গ্রহণের জন্য অন্যান্য জেলার শিক্ষক-শিক্ষিকাদের কলকাতায় থাকার ব্যবস্থা করা হয়েছে সংসদের তরফে।

আরও পড়ুনঃ OBC List 2025: রাজ্যের ওবিসি লিস্টে সংযুক্ত হল একাধিক নতুন সম্প্রদায়ের নাম, চাকরির ক্ষেত্রে কাদের অগ্রাধিকার মিলবে?

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

প্রশিক্ষণের সময়সূচি (HS Syllabus 2025):

  • ১১ জুন থেকে ১৪ই জুন পর্যন্ত সময়সীমার মধ্যে ফিসারিস অ্যান্ড আকুয়াকালচার বিষয়ের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • ১৬ তারিখ থেকে ১৮ তারিখের সময়সীবার মধ্যে অনুষ্ঠিত হবে সাইন্স অফ ওয়েলবিয়িং বিষয়ের প্রশিক্ষণ প্রদান।
  • এরপর এনভায়রনমেন্টাল সায়েন্স এর জন্য আগামী ১৯ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
  • ২৩ শে জুন ও ২৪ শে জুন দু দিন বিজ়নেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সের প্রশিক্ষণ পাবেন শিক্ষক শিক্ষিকারা।

উপরে উল্লেখিত প্রতিটি বিষয়ের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক একটি ব্যাচ করে ২০০ জন শিক্ষক শিক্ষিকাকে বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করা হচ্ছে। এই পরিবর্তিত পাঠক্রমের সঙ্গে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের পরিচয় করিয়ে দেওয়ার এটি একটি অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join