চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Madhyamik Pass Job: রাজ্যের প্রাণী ও মৎস্য বিভাগে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন

WB Madhyamik Pass Job: ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল এন্ড ফিসারিজ সাইন্সেস -এ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে সরাসরি অনলাইনে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ-মহিলা উভয়ই আবেদনযোগ্য। বিজ্ঞপ্তি নং WBUAFS /DREF/ Res./ VAS-95/ 852/ 2020

পদের নাম: স্কিলড ম্যানপাওয়ার।
মোট শূন্যপদ: 2 টি।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 28 ডিসেম্বর, 2020 তারিখের হিসাবে।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত মাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে Microsoft-office, Adobe-photoshop, কম্পিউটার প্রোগ্রামিং, ইন্টারনেট হ্যান্ডলিং -এর কাজ জানতে হবে। অ্যানিমেল হ্যান্ডলিং -এ দক্ষতা থাকতে হবে। দু’চাকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন: প্রতি মাসে 25,000/- টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সাদা কাগজে। একটি সাদা কাগজে আবেদনকারীর বায়ো ডাটা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান করা কপি পিডিএফ ফরমেটে নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে। বায়ো ডাটায় উল্লিখিত আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি বৈধ হতে হবে। কারন আবেদনকারীর মোবাইল নাম্বার ইমেল আইডিতে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদনপত্র পাঠানোর ইমেল আইডি: dref.wbuafs@gmail.com/ shazrakon@yahoo.co.in
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: 6 জানুয়ারি, 2021.

Download Official Notice
Visit Official Website

Leave a Comment

Home Breaking E - Paper Video Join