চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Madhyamik Result 2025: মে মাসেই মাধ্যমিক রেজাল্ট, কত তারিখে বেরোবে রেজাল্ট?

আগামী মে মাসের প্রথমার্ধেই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল! ইতিমধ্যেই ২০২৫ সালের এপ্রিল মাসের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা। এই বছরের মাধ্যমিক পরীক্ষাটি ফেব্রুয়ারি মাসেই শেষ হয়েছিল। তারপর থেকে পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য। তবে এবার সরকারি সূত্রে বেশ কিছু খবর পাওয়া গিয়েছে। যার ফলে বেশ কিছুটা নিশ্চিন্ত হতে পারেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিষয়ে সমস্ত তথ্য জেনে নেওয়ার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

Madhyamik Result 2025

সরকারি সূত্রের খবর অনুযায়ী, এই বছর মোট ৯,৮৪,৮৯৪ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যা বিগত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি সংখ্যা। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ফলাফল বিষয়ে যথেষ্ট উদ্বেগ ছিল। তবে এবারে এই সমস্ত উদ্বেগের অবসান ঘটাচ্ছে সরকারি সূত্রের এই বিশেষ খবর। যেখানে জানা গিয়েছে আগামী মে মাসের ১২ তারিখ থেকে ২০ তারিখের মধ্যেই প্রকাশ পাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আপাততভাবে মে মাসের ১২ তারিখেই টার্গেট করছে পর্ষদ। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে? দেখে নিন এক্ষুনি

২০২৪ সালে, মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের ২ তারিখে প্রকাশিত হয়েছিল। অপরদিকে ২০২৩ সালে এই ফলাফল প্রকাশিত হয় মে মাসের ১৯ তারিখে। এই ঘটনাক্রম মেনে এই বছরেও মে মাসের প্রথমার্ধেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) 2025 মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ প্রকাশ করবে।

কীভাবে মাধ্যমিক রেজাল্ট দেখবেন?

পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর রেজাল্ট দেখা নিয়ে যথেষ্ট পরিমাণে উৎসাহিত থাকেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। বিগত বেশ কয়েক বছর ধরেই সবার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই জেনে যাওয়া যায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল। এমনকি ছাত্র ছাত্রীর কাছে যদি এন্ড্রয়েড ফোন নাও থাকে, তাহলেও কিন্তু এসএমএস এর মাধ্যমে জেনে নিতে পারবেন পরীক্ষার রেজাল্ট।

আরও পড়ুনঃ নিজের মোবাইলে সহজে কীভাবে মাধ্যমিক রেজাল্ট দেখবেন? দেখে নিন স্টেপ বাই স্টেপ 

ফলাফল প্রকাশের দিন প্রথমে সকালবেলা থেকেই দূরদর্শনে প্রকাশিত হবে পরীক্ষার মেধা তালিকায় থাকা ছাত্র ছাত্রীদের নাম। এরপরেই বিভিন্ন ওয়েবসাইট খুলে যাবে অন্যান্য ছাত্র-ছাত্রীদের রেজাল্ট দেখার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্যের সকল মাধ্যমিক ছাত্র-ছাত্রী wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

ধাপে ধাপে জেনে নিন মাধ্যমিকের রেজাল্ট দেখার উপায়:

১) প্রথমেই মোবাইলে থাকা গুগল ক্রমে গিয়ে উপরে উল্লেখিত যেকোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে নিন।

২) হোম পেজে থাকা WBBSE মাধ্যমিক ফলাফল ২০২৫ -এর লিঙ্কে ক্লিক করুন।

৩) মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড অনুসারে রোল নম্বর, জন্মের তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য শূন্যস্থানে পূরণ করুন।

৪) এরপর সাবমিট করে দিলেই আপনার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।

৫) প্রয়োজনে পরীক্ষার রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারেন।

Home Breaking E - Paper Video Join