চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

OBC List 2025: রাজ্যের ওবিসি লিস্টে সংযুক্ত হল একাধিক নতুন সম্প্রদায়ের নাম, চাকরির ক্ষেত্রে কাদের অগ্রাধিকার মিলবে?

Exam Bangla

OBC List 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের অনগ্রসর শ্রেণীর তালিকা প্রকাশের জন্য এতদিন পর্যন্ত একাধিক নিয়োগ পদ্ধতি এবং বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যকলাপ থমকে ছিল। এইবারে অবশেষে মন্ত্রীসভার অনুমতি পেয়ে রিলিজ হল নতুন অনগ্রসর শ্রেণী সংক্রান্ত তালিকা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকা সর্বসমক্ষে প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিপ্রার্থী এবং সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন এমন ব্যক্তিদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনের সম্পূর্ণ ওবিসি সংশোধনী তালিকা নিয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।

ওবিসি সংশোধিত তালিকা (OBC list 2025)

পশ্চিমবঙ্গ রাজ্যে বেশ কয়েক বছর ধরে আটকে রয়েছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া। এর পাশাপাশি ২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরেও বিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ে এডমিশন নিতে পারছিলেন না ছাত্র-ছাত্রীরা। এইসবের মূল কারণ ছিল ওবিসি তালিকা সংক্রান্ত মামলা। এই মামলা চলাকালীন আদালতের রায়ের বন্ধ ছিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া। যদিও কেন্দ্রীয় সরকারের নিয়োগগুলি স্বাভাবিকভাবেই চলছিল এই সময়। রাজ্য সরকারি দপ্তরের কর্মীর অভাব লক্ষ্য করা যায়। সেই কারণেই এবার তৎপরতার সঙ্গে ওবিসি সংশোধনী নতুন তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। আদালতের নিয়ম মেনেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

কীভাবে তৈরি করা হলো নতুন লিস্ট?

আদালতের নির্দেশ অনুসারে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর নতুনভাবে যাচাই-বাছাই করে সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থা বিশ্লেষণ করে একটি নতুন তালিকা (OBC List 2025) তৈরি করেছিল। এই তালিকা একাধিক পর্যবেক্ষণ এবং পর্যালোচনার পর অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায় মন্ত্রী সংসদের তরফে অনুমোদিত হয়েছে। ৩রা জুন, ২০২৫ তারিখে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই তালিকাটি চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে এবারে প্রচুর সম্প্রদায় প্রথমবারের মতো ওবিসি মর্যাদা পেতে চলেছে। বেশ কিছু পুরনো জাতিকে বাদ দেওয়া হয়েছে এই ওবিসি তালিকা থেকে।

LIC Scholarship 2025: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বার্ষিক ১৫০০০ টাকার বৃত্তি- Apply Now

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

নতুন তালিকার শ্রেণীবিভাগ:

বর্তমানে প্রকাশিত নতুন তালিকাটি মোট দুটি শ্রেণীতে বিভক্ত রয়েছে-

১) আরও অনগ্রসর শ্রেণি (Category-A)- এই বিভাগে রয়েছে মোট ৪৯ টি সম্প্রদায়। সরকারের তরফ থেকে অধ িক সংরক্ষণের সুবিধা পেয়ে থাকে এই ক্যাটাগরি।

২) অনগ্রসর শ্রেণি (Category-B)- এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট ৯১ টি সম্প্রদায়কে। এদেরও সংরক্ষণের একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।

চাকরির খবরঃ ১৪৫০০ শূন্য পদে কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগ! 

নতুন তালিকায় কোন কোন সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে?

OBC List 2025 এ নিচে উল্লেখিত প্রতিটি জাতি প্রথম বারের মতো সংরক্ষণ পাচ্ছেন-

  • শেখ / Seikh
  • খান (মুসলিম)
  • মুসলিম মোল্লা
  • নেপালী ব্রাহ্মণ
  • সদগোপ (Sadgop)

এর পাশাপাশি আরও একাধিক ছোট জাতি গোষ্ঠীকে এই তালিকায় স্থান দিয়ে ওবিসি মর্যাদা দেওয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন পিছিয়ে পড়া বর্গের মানুষকে চাকরি এবং পড়াশোনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্যই এই সংযুক্তিকরণ হলো।

চাকরির খবরঃ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগ

নতুন ওবিসি তালিকা কীভাবে দেখতে পাবেন?

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি শ্রেণীবিভাগ অনুসারে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি এবং ক্যাটাগরি অনুযায়ী যেকোনো রাজ্যবাসী এই তালিকা ডাউনলোড করে দেখতে পারবেন।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join