চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Primary Teacher Recruitment: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হল! কবে থেকে চালু হবে ফর্ম ফিলাপ? বিস্তারিত জেনে নিন

Exam Bangla

WB Primary Teacher Recruitment: রাজ্যে টেটের ফল প্রকাশের পরেই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ! গোটা রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয় গুলিতে এবার ভোট ১৩৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের (WB Primary Teacher Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর মূল বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার আগেই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই নিয়োগ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করে নিয়েছেন আগ্রহী চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে। তার এই পোষ্টের কুড়ি মিনিটের মধ্যেই মূল বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। কবে থেকে ফরম ফিলাপ হতে চলেছে? নিয়োগ কবে হবে? সমস্ত কিছুই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো।

WB Primary Teacher Recruitment

কোন পদ্ধতি বা নিয়ম মেনে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে, তার উল্লেখ ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবারে মোট ৫০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে পর্ষদ। এই নম্বরের সম্পূর্ণ বিভাজন নিচে উল্লেখ করা হলো-

  • মাধ্যমিকে- ৫ নম্বর,
  • উচ্চমাধ্যমিকে- ১০ নম্বর,
  • NCTE ট্রেনিং এ- ১৫ নম্বর,
  • টিচার এলিজিবিলিটি টেস্ট বা TET এ- ৫ নম্বর,
  • এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে- ৫ নম্বর,
  • সাক্ষাৎকারে- ৫ নম্বর,
  • অ্যাপটিটিউড টেস্টে- ৫ নম্বর।

এই ক্ষেত্রে অ্যাপটিটিউড পরীক্ষার নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং প্যারা শিক্ষকদের ক্ষেত্রে সরাসরি যুক্ত করা হবে।

চাকরির খবরঃ ৩৫০০ শূন্যপদে কানাড়া ব্যাংকে কাজের সুযোগ! মাসিক ভাতা ১৫,০০০ টাকা

TET এর ফল প্রকাশ (WB Primary Teacher Recruitment)

গত বুধবার প্রকাশিত হয়েছে ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল। এর আগে ২০২২ সালের ও ফল প্রকাশ হয়েছে। মোট ২১ মাসের মাথায় অবশেষে একাধিক জটিলতা কাটিয়ে প্রকাশিত হলো ২০২৩ সালের টেটের ফলাফল। ওই বছরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছেন মোট ৬৭৫৪ জন প্রার্থী। এর মধ্যে প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ৬৪ জন পরীক্ষার্থী।

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ! কবে থেকে আবেদন শুরু?

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া?

পশ্চিমবঙ্গ টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট এর ফলাফল প্রকাশিত হয়ে গেলেও কবে থেকে নিয়োগ প্রক্রিয়া (WB Primary Teacher Recruitment) শুরু হবে, এই নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন প্রার্থীদের একাংশ। পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন। সূত্র মারফত খবর, চলতি বছরের দুর্গা পুজোর উৎসব কাটলেই গোটা রাজ্যজুড়ে প্রাথমিক বিদ্যালয় গুলিতে বিপুল পরিমাণ শূন্য পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আপনারা Exam Bangla থেকে জানতে পারবেন।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join