চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBPSC Draftsman Recruitment 2025: মিউনিসিপালিটি দপ্তরে ড্রাফটসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Exam Bangla

২০২৪ সাল থেকে যে সমস্ত সরকারি চাকরি নিয়োগ স্থগিত ছিল, সেই সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে এক এক করে প্রকাশিত হচ্ছে। এইবার বছর শেষের আগেই সুখবর। একটার পর একটা নোটিফিকেশন বের করছে পাবলিক সার্ভিস কমিশন। সম্প্রতি পিএসসির পক্ষ থেকে ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ একাধিক সরকারি দপ্তরে কর্মী নিয়োগ করার শর্ট নোটিফিকেশন জারি হয়েছে। বছরের অন্তিম দিনে এবার পি এস সি নতুন একটি নোটিফিকেশন দিল।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে একাধিক নিয়োগ দুর্নীতি ও OBC সংরক্ষণ নিয়ে বিবাদের জন্য গতবছর সেভাবে কোন‌ও নিয়োগ হয়নি। তবে বছর শেষের আগে একটার পর একটা বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটাচ্ছে। সম্প্রতি পি এস সি যে শর্ট নোটিফিকেশন জারি করেছে সেখানে দেখা যাচ্ছে যে,মিউনিসিপ্যালিটির দপ্তরে নিয়োগ করা হবে খুব শীঘ্রই।

চাকরির খবরঃ কলকাতা হাইকোর্টে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ

WBPSC Draftsman Recruitment Notice

প্রতিদিন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন 👇👇

মিউনিসিপ্যালিটির দপ্তরের ড্রাফটসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পি এস সি। একটি শর্ট নোটিফিকেশন জারি করেছে পিএসসি। তবে এই পদে মোট কতজনকে নিয়োগ করা হবে, এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী হবে এই সম্পর্কে এখন‌ও কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায় নি। সেই সংক্রান্ত বিষয়ে জানবার জন্য সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

Official Notification

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join