হাতে মাত্র এক ঘণ্টা। তারপরই প্রকাশ পাবে মাধ্যমিক ২০২৩-এর ফলাফল। এবছর যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিকে বসেছিলেন তাঁরা আর কিছুক্ষণের মধ্যেই নিজেদের রেজাল্ট জানতে পারবেন। বেলা দশটায় প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রকাশ করা হবে মেধাতালিকা। বেলা ১২ টা থেকে ওয়েবসাইট মারফত নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। সেই ওয়েবসাইটগুলির বিবরণ দেওয়া হল এই প্রতিবেদনে।
Table of Contents
মাধ্যমিক রেজাল্ট ২০২৩ চেক
এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অফিসিয়াল লিংকের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন। কীভাবে নিজের মোবাইলে মাধ্যমিক রেজাল্ট দেখেবন একনজরে দেখে নিন।
২০২৩ মাধ্যমিক রেজাল্ট চেক করবেন কিভাবে?
১) যে ওয়েবসাইটগুলির মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে সেই ওয়েবসাইটগুলিতে প্রথমে ভিজিট করতে হবে পরীক্ষার্থীদের।
২) এরপর মাধ্যমিক ২০২৩-এর রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার লগ ইন ডিটেলস যেমন রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্টটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন।
মাধ্যমিক রেজাল্ট চেক করার নীচের লিংকে ক্লিক করুন 👇👇👇
চলতি বছরে আঁটোসাঁটো নিরাপত্তায় মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম থেকেই জারি করা হয় বাড়তি সতর্কতা। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি, অ্যাপের মাধ্যমে নজরদারি, স্পর্শকাতর কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ ও সর্বোপরি পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য প্রশাসন। সব মিলিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকে বসেন ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হতে ফলাফল জানার অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে এই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে দেখুন
যে যে ওয়েবসাইটে মাধ্যমিকের রেজাল্ট 2023 দেখা যাবে
- ১) (wbbse.org)
- ২) (wbresults.nic.in)
- ৩) (www.wbbse.wb.gov.in)
- ৪) (www.exametc.com)
- ৫) (www.schools9.com)
- ৬) (www.results.shiksha)
- ৭) (www.indiaresult.com)
- ৮) (www.fastresult.in)
- ৯) (www.vidyavison.com)






