চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

মাধ্যমিক টেস্ট পরীক্ষা কবে হবে? ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ

আগামী বছর মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা হবে বলে আগে থেকেই জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। চলতি বছরের নভেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট বা তৃতীয় সামেটিভ মূল্যায়ন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। মঙ্গলবার পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চলতি বছর মাধ্যমিকের আগে দশম শ্রেণির পড়ুয়াদের পরপর তিনটি পর্যায়ের পরীক্ষা দিতে হবে। প্রথম সামেটিভ মূল্যায়ন হবে ৭ মে’র মধ্যে। ২০ অগস্টের মধ্যে দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন নেওয়া হবে।

মাধ্যমিক টেস্ট পরীক্ষা (WBBSE Madhyamik Test Exam)

পর্ষদের তরফে জানানো হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট সম্পূর্ণ করতে হবে। তবে ১৭ নভেম্বরের আগে টেস্ট পরীক্ষা হবে না। অর্থাৎ নভেম্বর মাসের ওই ১৩ দিনের মধ্যে স্কুলগুলিকে মাধ্যমিকের টেস্ট নিতে হবে বলে পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সামেটিভ মূল্যায়নের প্রশ্নপত্র তৈরি করবে সংশ্লিষ্ট স্কুল। সামেটিভ মূল্যায়নের প্রশ্নের ধরন কেমন হবে, পাঠ্যক্রম কেমন হবে, কোন বিষয়ে কত নম্বর থাকবে, তা মেনে চলতে হবে। তবে এবার পরীক্ষা হবে পুরো পাঠ্যক্রমের উপর। করোনা ভাইরাসের জন্য এবছরের মাধ্যমিক পরীক্ষায় সিলেবাস কাটছাট করা হলেও এবারে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পুরো সিলেবাসের ওপর পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি স্কুলকে নিজেদের প্রশ্নপত্র তৈরি করতে হবে এবং প্রশ্নপত্রের উপর প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।’

আরও পড়ুনঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লোকাল ট্রেনের স্টপেজ বাড়লো
রাজ্যে প্রচুর শূন্যপদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
সরকার অনুমোদিত স্কুলে শিক্ষক নিয়োগ

অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষার সূচিও জানানো হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রথম সামেটিভ মূল্যায়ন হবে ৭ মে’র মধ্যে। দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন হবে আগামী ২০ অগস্টের মধ্যে। এবং তৃতীয় সামেটিভ মূল্যায়ন হবে আগামী ২৫ নভেম্বরের আগে হবে না। তবে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সেই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে।

Home Breaking E - Paper Video Join