চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্টে বাজিমাত পূর্ব মেদিনীপুরের, তৃতীয় স্থান পেল কলকাতা

অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতিক্ষিত ফলাফল। প্রকাশ পেল মাধ্যমিক ২০২৩-এর রেজাল্ট। প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। অন্যান্য বারের মতো এবারেও মেধাতালিকার ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। গত বছরের তুলনায় এবছরে কমেছে পাশের হার। তবে পাশের হারের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষ স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা।

এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। যার মধ্যে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ২০২৩ মাধ্যমিকে মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। মাধ্যমিকে পাশের নিরিখে শীর্ষ স্থান দখল করা পূর্ব মেদিনীপুর জেলা থেকে পাশ করেছেন ৯৬.৮১ শতাংশ পরীক্ষার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং জেলা। পাশের হার ৯৪.১৩ শতাংশ। পাশের হারে তৃতীয় স্থান দখল করেছে কলকাতা। এখানে পাশের হার ৯৩.৭৫ শতাংশ।

আরও পড়ুনঃ সরাসরি দেখুন মাধ্যমিক ফলাফল ২০২৩

মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছে ১১৮ জন পরীক্ষার্থী। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের দেবদত্তা মাঝি। যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমানের শুভম পাল ও মালদার রিফাত হাসান সরকার। মেধাতালিকায় জায়গা পেল না কলকাতা। মেধাতালিকার শীর্ষ স্থানে রয়েছে মালদহ। প্রসঙ্গত, ১২:০০ টা থেকে পর্ষদের ওয়েবসাইটে (wbbse.org), (wbresults.nic.in) (www.wbbse.wb.gov.in) এর মাধ্যমে সরাসরি নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা।

WB Madhyamik Result

Home Breaking E - Paper Video Join