পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করলো। এদিন 18 জানুয়ারি, সোমবার wbpsc.gov.in ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করেছে পিএসসি। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে উক্ত পরীক্ষার চূড়ান্ত কাট অফ নম্বর। এটি হলো 2018 সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার গ্রুপ-ডি বিভাগের চূড়ান্ত ফলাফল। যার বিজ্ঞপ্তি নম্বর ছিল 24/2017. West Bengal Job News
Table of Contents
WBCS 2018 Final Result
এদিন মোট 63 জনের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ইন্সপেক্টর অফ কে-অপারেটিভ সোসাইটি পদে 48 জনের নাম রয়েছে। এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার পদে মোট 15 জনের নাম রয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের শুধু রোল নম্বর প্রকাশ করা হয়েছে। আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই রোল নম্বর যাচাই করে নেবেন।
WBCS 2018 Final Cut off
| Category | Marks |
| UR | 731.33 |
| BC(A) | 735.99 |
| BC(B) | 734.00 |
| SC | 675.34 |
| ST | 634.34 |
| PH(OH) | 617.67 |
WBCS Result Download
| Writer | Sayani Majumdar |
| Designation | Author |
| Team Exam Bangla™ | |





