চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBCS New Syllabus 2025: WBCS পরীক্ষার সিলেবাসে বিরাট পরিবর্তন, বদলে গেল পরীক্ষা পদ্ধতি

Exam Bangla

WBCS New Syllabus 2025: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দুর্দান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বছর থেকে পাবলিক সার্ভিস কমিশনার অন্তর্গত ডব্লিউবিসিএস এবং অন্যান্য এক্সিকিউটিভ পরীক্ষার সিলেবাস বদলে গেছে। বদল হওয়া মূল সিলেবাসটি প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সম্পূর্ণ সিলেবাস পুঙ্খানুপুঙ্খ জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

WBCS Syllabus 2025

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সামিনেশন বা WBCS পরীক্ষাটির আয়োজন করা হয়। গত ২০২৩ সালে এই পরীক্ষার সিলেবাস পরিবর্তনের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন। তবে এই নতুন সিলেবাসটি ২০২৫ সাল থেকেই লাগু হতে চলেছে। এই বছর থেকে প্রতিটি চাকরিপ্রার্থীকে নতুন নিয়মে এই পরীক্ষা দিতে হবে।

পুরনো পদ্ধতি মেনে এতদিন পর্যন্ত প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ এর মাধ্যমে এই পরীক্ষায় যোগ্য চাকরির প্রার্থীদের নির্বাচন করা হত। নতুন সিলেবাস অনুসারে, এই তিনটি ধাপ পরবর্তী সময়ও অনুসরণ করা হবে। যদিও এক্ষেত্রে পরীক্ষার সিলেবাসে এসেছে বিস্তর ফারাক। ২০২৪ সাল পর্যন্ত একটি মাত্র পেপারের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো চাকরি প্রার্থীদের। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মেন্স এবং সবশেষে ইন্টারভিউ দিতে পারতেন চাকরিপ্রার্থীরা।

WBCS New Syllabus 2025

এপ্রিল মাসের ২৪ তারিখে ২০২৫ সালের পরীক্ষার জন্য নতুন সিলেবাস ঘোষণা করল WBPSC। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার দুটি পেপার, মেন্স পরীক্ষার মোট ৬ টি পেপার এবং দুটি অপশনাল পেপারের পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। তাহলে আসুন নতুন সিলেবাস সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।

WBCS প্রিলিমিনারি পরীক্ষা

নতুন সিলেবাস অনুসরণ করে ২০২৫ সাল থেকে দুটি ভাগে আয়োজন হতে চলেছে প্রিলিমিনারি পরীক্ষাটি। এক্ষেত্রে উভয় ভাগেই ২০০ টি প্রশ্ন থাকবে। যেখানে প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। এক একটি ভাগ পরীক্ষা দেওয়ার জন্য চাকরি প্রার্থীরা মোট ২ ঘন্টা সময় পাবেন।

১) পেপার ১:

WBCS Preliminary Syllabus (Paper 1) 2025
SubjectMarks
English Composition20
General Science20
Current Events of National and International Importance20
History of India20
Geography of India and West Bengal20
Indian Polity and Economy20+20=40
Indian National Movement20
General Issues on Environmental Ecology, Bio Diversity and Climate change40
Total200

২) পেপার ২:

WBCS Preliminary Syllabus (Paper 2) 2025
TopicsMarks
Comprehension60
Interpersonal Skills Including Communication Skills10
Logical Reasoning and Analytical Ability35
Decision Making and Problem Solving30
General Mental Ability30
Basic Numeracy and Data Interpretation35
Total200

চাকরির খবরঃ চাকরি হারাদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

এক্ষেত্রে দ্বিতীয় পেপারটি চাকরিপ্রার্থীদের শুধুমাত্র পাস করতে হবে। অর্থাৎ দ্বিতীয় পেপারে সম্পূর্ণ মানের উপর ৩৩% নম্বর পেলে তবেই প্রথম পেপারটির নম্বর চেক করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার মেধা তালিকা প্রস্তুত হবে প্রথম পেপারে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে।

WBCS মেন্স পরীক্ষা

পশ্চিমবঙ্গ রাজ্যের ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষার ক্ষেত্রে প্রথমে দুটি পেপারের কম্পালসারি কোয়ালিফায়িং পরীক্ষা দিতে হবে এবং তারপরে মেন্স পরীক্ষার মেধা ভিত্তিক পেপারগুলির পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার পর মেন্স পরীক্ষার বিভাগের মধ্যেই ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। কম্পালসারি বিষয়ের প্রথম পেপারে থাকবে ৩০০ নম্বরের বাংলা অথবা নেপালি ভাষা। এরপর দ্বিতীয় পেপারে থাকবে ৩০০ নম্বরের ইংরেজি ভাষা। এক্ষেত্রে এবার থেকে সম্পূর্ণ মেন্স পরীক্ষাটি ডেসক্রিপটিভ অর্থাৎ বিবৃতিমূলক হতে চলেছে। এক্ষেত্রে প্রতিটি চাকরিপ্রার্থীকে এক একটি প্রশ্নের উত্তর হাতে-কলমে লিখে জমা করতে হবে।

মেধাভিত্তিক বিষয়গুলির প্রতিটি পেপারে মোট ২৫০ নম্বরের প্রশ্ন থাকবে। এক্ষেত্রে এক একটি পেপারের জন্য সব মিলিয়ে তিন ঘন্টা সময় পাবেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে মেধাভিত্তিক পেপার অনুসারে বিষয়গুলির তালিকা নিচে দেওয়া হল-

WBCS Mains Syllabus (Merit Based) 2025
SubjectMarks
English Essay250
Tradition and Culture of Bengal250
General Studies 1250
General Studies 2250
General Studies 3250
General Studies 4250
Optional Subject Paper 1250
Optional Subject Paper 2250

চাকরিপ্রার্থীরা অপশনাল বিষয়গুলি বিস্তারিতভাবে বুঝে নেওয়ার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ PDF টি ডাউনলোড করে দেখে নেবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join