চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBJEE 2024 Exam Date: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে? পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল বোর্ড

ঘোষিত হল আগামী বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচি। অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ জানিয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী বছর তথা ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল (রবিবার) নাগাদ।

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। প্রতি বছর এই পরীক্ষার আয়োজন করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। চলতি বছরে ৩০ এপ্রিল আয়োজিত হয়েছিল জয়েন্ট। চলতি বছরের পরীক্ষায় বসেন প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী। ফলপ্রকাশ হয় ২৬ মে নাগাদ।ফলঘোষণার দেড় মাসের মাথায় কাউন্সেলিং হয় ছাত্রছাত্রীদের। সম্প্রতি বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, আগামী বছরেও এপ্রিল মাসে আয়োজিত হবে জয়েন্ট। পরীক্ষার জন্য ২৮ এপ্রিল তারিখটিকে নির্দিষ্ট করা হয়েছে।

আরও পড়ুনঃ বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র, কেমন হবে নতুন প্রশ্ন এক্ষুনি জেনে নিন

চলতি বছরের জয়েন্টের পরীক্ষায় কড়া নজরদারির ব্যবস্থা রেখেছিল বোর্ড। নকল রুখতে ও ভুয়ো পরীক্ষার্থী আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। বহু নজিরবিহীন পদক্ষেপের বেড়াজালে আয়োজিত হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2023। আগামী বছরেও এহেন কড়াকড়ি থাকবে বলেই ধারণা করা যাচ্ছে। পরীক্ষার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন ছাত্রছাত্রীরা। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে বোর্ডের ওয়েবসাইট (www.wbjeeb.nic.in) এবং (www.wbjeeb.in) -এ অবশ্যই নজর রাখবেন।

join Telegram

Home Breaking E - Paper Video Join