চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBJEE 2025: ফর্ম ফিলাপ কবে থেকে শুরু? ইনফরমেশন বুলেটিন প্রকাশ করলো জয়েন্ট এনট্রান্স বোর্ড

ইঞ্জিনিয়ার, আর্কিটেক, ফার্মাসিস্ট ইত্যাদি হওয়া যাদের স্বপ্ন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো জয়েন্ট এট্রান্স পরীক্ষা। এই পরীক্ষার সফলতার ওপর‌ই নির্ভর করে তাদের স্বপ্নপূরণের সম্ভাবনা। তাই যারা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি ইত্যাদি নিয়ে পড়তে চান তারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামে বসার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২৫ এর‌ পরীক্ষা আগামী বছর হবে। এই পরীক্ষা কবে হবে ফর্ম ফিলাপ কবে থেকে শুরু বিস্তারিত জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগে) পাশ যোগ্যতা থাকতে হবে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর ও সংরক্ষিত ক্ষেত্রদের জন্য ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অবশ্যই পেতে হবে।

বয়সসীমা- ৩১/১২/২০২৫ অনুযায়ী ন্যূনতম ১৭ বছর হতে হবে। এছাড়া আবেদনকারীর জন্মতারিখ ৩১/১২/২০০৮ বা তার পূর্বে হতে হবে। এই পরীক্ষার জন্য কোন‌ও বয়সের ঊর্ধ্বসীমা নেই। যদিও মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ৩১/১২/২০২৫ অনুযায়ী ২৫ বছরের উর্ধ্বে হলে চলবে না।

আরও পড়ুনঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে নতুন স্কলারশিপ; আবেদন করুন 

আবেদন ফি- জেনারেল ক্যাটাগরির ছেলেদের আবেদন ফি-৫০০ টাকা, মেয়েদের -৪০০ টাকা। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য লাগবে ৩০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের জন্য অর্থাৎ SC, ST, OBC, EWS, PWD দের ছেলেদের আবেদন ফি-৪০০ টাকা, মেয়েদের -৩০০ টাকা ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য-২০০ টাকা।

পরীক্ষার সম্ভাব্য তারিখ- ২৭ /০৪/২০২৫ (রবিবার)।

পরীক্ষা পদ্ধতি-
পরীক্ষাটি দুটি পেপারে হবে। পেপার ওয়ান- অঙ্ক। পেপার টু-পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার উপর পরীক্ষা হবে। ইংরেজি অথবা বাংলা দুই মাধ্যমে পরীক্ষা হবে। এই পরীক্ষাটি অফলাইনে হবে। প্রশ্ন হবে এম সি কিউ ধাঁচের। প্রশ্নপত্রটি তিন ধরনের ক্যাটাগরিতে বিভক্ত থাকবে। প্রথম ক্যাটাগরিতে সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নেগেটিভ মার্কিং হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে সঠিক উত্তরের জন্য ২ নাম্বার এবং ভুল উত্তরের জন্য ০.৫ নেগেটিভ মার্কিং হবে ও তৃতীয় ক্যাটাগরিতে সঠিক উত্তরের জন্য ২ নম্বর এবং ভুল উত্তরের জন্য কোন নেগেটিভ মার্কিং থাকবে না।

অঙ্কে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পদার্থ বিদ্যা ৫০ নম্বরের ও রসায়ন বিদ্যা ৫০ নম্বরের হবে। অর্থাৎ মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। পেপার ১ পরীক্ষার সময়সীমা ১১-১ টা পর্যন্ত। পেপার টু পরীক্ষার সময় থাকবে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত।

চাকরির খবরঃ পিএসসির মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

ফর্ম ফিলাপের তারিখ- ডিসেম্বর মাসের পঞ্চম সপ্তাহ থেকে রেজিস্ট্রেশন শুরু হতে পারে এবং রেজিস্ট্রেশনটি চলবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত।

Information  Bulletin

Home Breaking E - Paper Video Join