চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBJEE Result 2025: আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে?

Exam Bangla

WBJEE Result 2025: ছাত্র-ছাত্রীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল প্রকাশিত হতে চলেছে চলতি বছরের পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বেশ কিছুদিন আগে সাংবাদিক বৈঠক করে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ ৭ আগস্ট, ২০২৫ এ প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার চূড়ান্ত ফলাফল। কোন ওয়েবসাইট থেকে সঠিকভাবে সবার আগে ফলাফল দেখা যাবে? কিভাবে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবেন? সমস্ত তথ্যই উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

WBJEE Result 2025

পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পর তিন মাস কেটে গেল ফল প্রকাশ (WBJEE Result 2025) না হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বাড়তে থাকে দুশ্চিন্তার প্রকোপ। তবে এবার সেই সমস্ত চিন্তার অবসান ঘটতে চলেছে আগামীকাল অর্থাৎ ৭ আগস্ট। পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায় গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশের (WBJEE Result 2025|) চূড়ান্ত তারিখ ঘোষণা করেন। এই ঘোষণার ফলে স্বস্তি এসেছে পরীক্ষার্থীদের মধ্যে।

ঐদিন সংবাদিক বৈঠকের জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু তারই মধ্যে রাজ্যের রিজার্ভেশন সংক্রান্ত মামলার কারণে এই প্রক্রিয়া আটকে যায়। তবে এবার সুপ্রিমকোর্ট থেকে বিষয়টি নিয়ে জটিলতা মিটে যাওয়ায় সমস্যার সমাধান ঘটেছে। ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (WBJEE Result 2025) প্রকাশ করতে পারছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

আরও পড়ুনঃ স্নাতকোত্তরে ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা উচ্চ শিক্ষা সংসদের! 

ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

আগামীকাল ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে নিজেদের ফলাফল (WBJEE Result 2025) জানতে পারবেন। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জাতিগত সমস্যা পত্র আপলোড করার ও নির্দেশ দিয়েছিলেন বোর্ডের চেয়ারম্যান। এই প্রক্রিয়া ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ওই সময়সীমার মধ্যেই ওবিসি সংরক্ষণের আওতায় থাকা ছাত্র-ছাত্রীরা নিজেদের সংরক্ষণের জন্য জাতিগত সার্টিফিকেট আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসের ২৭ তারিখ রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা হয়েছিল। তারপর তিন মাস কেটে গেলেও পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে কোন সংবাদ পাওয়া যাচ্ছিল না। মূলত ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণেই ফলাফল প্রকাশের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে এই মামলায়। এর ফলেই পশ্চিমবঙ্গ রাজ্যের জয়েন্ট এনট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে।

আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

WBJEE Result 2025 কীভাবে দেখা যাবে?

ছাত্রছাত্রীদের সবার আগে জয়েন এন্ট্রান্স পরীক্ষার ফলাফল জানার জন্য সরকারি উল্লেখিত ওয়েবসাইট গুলিতে লগইন করতে হবে। এক্ষেত্রে, wbresults.nic.in বা wbjeeb.in বা wbjeeb.nic.in এই তিনটি অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নম্বর এবং প্রয়োজনীয় শূন্যস্থান পূরণ করে সাবমিট করতে হবে। এরপর ওই ছাত্র বা ছাত্রীর সমগ্র রাজ্যব্যাপী rank প্রদর্শিত হবে।

এক্ষেত্রে ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ সাত আগস্ট, ২০২৫ তারিখে বিকাল ৩টের সময় প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ছাত্রছাত্রীরা ওই নির্দিষ্ট সময়ের পর থেকেই নিজেদের ফলাফল দেখতে পাবেন উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইট গুলিতে।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join