চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

কনস্টেবল মেন সম্ভাব্য প্রশ্নোত্তর, কত স্কোর করতে পারেন দেখুন

আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল মেন (WBP Constable Main) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। ২০ টি প্রশ্নের শেষে উত্তরপত্র সংযুক্ত করা হয়েছে। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কনস্টেবল মেন পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। West Bengal Police Constable Main Exam Practice Set.

WBP Constable Main Practice Set 1

১) নিচের কোন নদীটি সুন্দরবন অঞ্চলের নদী নয়?
[A] মাতলা
[B] গোসাবা
[C] সপ্তমুখী
[D] আত্রেয়ী

২) ভারতের মৌলিক অধিকার গুলি হল ______
[A] অবাধ ও নিরঙ্কুশ
[B] অবাধ ও নিরঙ্কুশ নয়
[C] উভয়ই সঠিক
[D] কোনটাই নয়

৩) কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?
[A] রূপনারায়ণ
[B] হলদি
[C] দ্বারকেশ্বর
[D] বিদ্যাধরী

৪) তুর্কির মুদ্রার নাম কি?
[A] পাউন্ড
[B] লিরা
[C] পেসো
[D] শিলিং

৫) ভারতীয় সংবিধানের রচয়িতা কাকে বলা হয়?
[A] বি.আর.আম্বেদকর
[B] জওহরলাল নেহেরু
[C] মহাত্মা গান্ধী
[D] বল্লভভাই প্যাটেল

৬) বলয় পরীক্ষা নিচের কার উপস্থিতি নির্দেশ করে?
[A] HNO3
[B] H2SO4
[C] CH3
[D] HCl

৭) ভারতের রেপো রেট কে ঘোষণা করেন?
[A] RBI
[B] অর্থ মন্ত্রক
[C] IDBI
[D] রাষ্ট্রপতি

৮) স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া কে?
[A] ১০ জোড়া
[B] ১০ টি
[C] ১২ জোড়া
[D] ১২ টি

৯) সদ্য বিশ্বের কনিষ্ঠতম দাবার গ্র্যান্ডমাস্টার শিরোপা পেয়েছে কে?
[A] প্রত্যুষ চৌধুরী
[B] স্ট্যানাল জোকোব
[C] অভিমন্যু মিশ্র
[D] অভ্যুদয় পান্ডে

১০) নীতি আয়োগ এর সিইও কে, যার কার্যকালের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে?
[A] অমিতাভ কান্ত
[B] তরুণ বাজাজ
[C] রাজীব কুমার
[D] এন.কে.সিং

১১) ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত?
[A] আমস্টারডাম
[B] নিউইয়র্ক
[C] দ্য হেগ
[D] লন্ডন

১২) রাজবাড়ী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] উড়িষ্যা
[C] ত্রিপুরা
[D] রাজস্থান

১৩) এনজাইম হলো _______
[A] প্রোটিন ধর্মী
[B] কার্বোহাইড্রেটধর্মী
[C] স্টেরয়েড ধর্মী
[D] লিপিড ধর্মী

১৪) কোনটি স্বর্ণকারের সোহাগা নামে পরিচিত?
[A] সোনা
[B] হীরে
[C] বোরাক্স
[D] অম্লরাজ

১৫) তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
[A] ক্লোরিন
[B] ব্রোমিন
[C] ফ্লুরিন
[D] সিজিয়াম

১৬) কোন কোন দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? 
[A] ভারত – বাংলাদেশ
[B] ভারত – চিন
[C] ভারত – শ্রীলঙ্কা
[D] ভারত- পাকিস্তান

১৭) কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না?
[A] কঠিন
[B] শূন্য
[C] গ্যাস
[D] জল

১৮) আকবরের বাবার নাম কি?
[A] ওমর শেখ মির্জা
[B] বাবর
[C] হুমায়ুন
[D] বাহাদুর শাহ

১৯) গান্ধী প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি?
[A] হিতবাদী
[B] ইন্ডিয়ান ওপিনিয়ন
[C] ইয়ং ইন্ডিয়া
[D] ইন্ডিয়ান মিরর

২০) পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি?
[A] পার্থ চট্টোপাধ্যায়
[B] ব্রাত্য বসু
[C] মমতা বন্দ্যোপাধ্যায়
[D] ফিরহাদ হাকিম

উত্তরপত্রঃ
1- D, 2- B, 3- B, 4- B, 5- A, 6- A, 7- A, 8- C, 9- C, 10- A, 11- C, 12- C, 13- A, 14- D, 15- C, 16- B, 17- B,18- C , 19- B , 20- B.

Home Breaking E - Paper Video Join