চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Kolkata Police SI | কলকাতা পুলিশের SI পদের পরীক্ষা কবে? সম্ভাব্য দিনক্ষণ জানালো বোর্ড

Kolkata Police SI: ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে ঘোষণা করা হলো কলকাতা পুলিশের এসআই (SI) এবং সার্জেন্ট পদের পরীক্ষার সম্ভাব্য তারিখ। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের জানানো হচ্ছে WBPRB এর অফিসিয়াল ওয়েবসাইট (https://prb.wb.gov.in//) থেকে এ বিষয়ে জানতে পারবেন।

সম্প্রতি জানানো হয়েছে, কলকাতা পুলিশের Sub-Inspector/ Sub-Inspectress (Unarmed Branch) এবং Sergeant পদে নিয়োগের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ একজ়ামিনেশনটি আয়োজিত হবে আগামী ১৬ এপ্রিল ২০২৩ (16/04/23) তারিখ নাগাদ। তবে এটি সম্ভাব্য তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরে প্রয়োজনে তারিখ পরিবর্তন করতে পারে বোর্ড।

চাকরির খবরঃ রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, কলকাতা পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। ইতিমধ্যে পরীক্ষার তারিখ সম্বন্ধে ওয়েবসাইটে জানানো হয়েছে। তবে এ বিষয়ের পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

FB Join

Home Breaking E - Paper Video Join