চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়ম জারি করল কমিশন, বিস্তারিত জেনে নিন 

Exam Bangla

ক্লার্কশিপ পরীক্ষা ২০২৩ পার্ট ওয়ানের পরীক্ষা ১৬ ও ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদিনই দুটো শিফ্টে পরীক্ষাটি হবে, ৯.৩০ থেকে ১১ টা (প্রথম শিফ্ট) ও দুপুর ২.৩০টা থেকে ৪ টে (দ্বিতীয় শিফ্ট)। ক্লার্কশিপ ২০২৩ পার্ট ওয়ানের এই পরীক্ষাটি যাতে স্বচ্ছ ভাবে হয় সেই কারণে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের উদ্দ্যেশে কতগুলি কড়া নিয়মাবলী দিয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই সেই বিষয়গুলি মানতে হবে। চলুন জেনে নিই ক্লার্কশিপ পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়মগুলি-

১। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, ক্লার্কশিপ ২০২৩ পার্ট ওয়ানের সকল পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপর পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে।

২। প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে প্রত্যেকটি প্রশ্ন পত্রের ওপর ইউনিক QR কোড দেওয়া থাকবে।

৩। পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যেতে পারবেন না।

Clerkship FREE Practice Set PDF জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন 👇👇👇

join Telegram

DOWNLOAD NOW: PSC Clerkship Admit Card 2024

৪। ১৭ নভেম্বর এর পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র পাবলিক সার্ভিস কমিশন নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে দেবে।

৫। পরীক্ষার্থীরা যে OMR শিটে উত্তর দিয়ে আসবে সেই OMR শিট ১৭ ই নভেম্বর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। একজন পরীক্ষার্থী তার লগইন আইডি দিয়ে OMR শিটটি দেখে নিতে পারবেন‌।

WBPSC Clerkship FREE Practice Set

এছাড়া পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় পরীক্ষার্থীরা অবশ্যই এক কপি ফটো আইডেন্টিটি অর্থাৎ আধার কার্ড অথবা ভোটার কার্ডের আসল কপি, কালো অথবা নীল বলপেন ও পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন।

Clerkship Last Minute Suggestion PDF

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join