চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBPSC Exam Calendar 2025: ক্লার্কশিপ সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ঘোষণা করল পিএসসি, বিস্তারিত জেনে নিন

Exam Bangla

নতুন বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ঘোষণা করে দেওয়া হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। psc.wb.gov.in ওয়েবসাইটে এই বছরের চাকরি প্রার্থীদের জন্য সমস্ত চাকরির বিবরণ একটি বার্ষিক ক্যালেন্ডারের মাধ্যমে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। যেখানে প্রায় ১০০-টির উপর চাকরির পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাকরিপ্রার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার সময়সূচির গুরুত্ব অপরিসীম। সাধারণত এই সময়সূচি অনুসারে চাকরিপ্রার্থীরা নিজেদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক দপ্তরে পরবর্তী নিয়োগগুলি কোন কোন তারিখে হতে চলেছে, তা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়বেন।

WBPSC Exam Calendar 2025

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পাশাপাশি UPSC র অন্তর্গত কেন্দ্রীয় সরকারের বেশ কিছু আগত পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনের উল্লেখ করা হয়েছে। এই বার্ষিক ক্যালেন্ডার অনুসারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ সম্পর্কে বিশদে উল্লেখ করা হলো-

১) পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা, ২০২৩- ০৪/০৫/২০২৫

২) মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা, ২০২৩- ১৮/০৫/২০২৫

৩) ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট ২), ২০২৩- ১৫/০৬/২০২৫

প্রতিদিন চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন 👇👇

join Telegram

৪) ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ পরীক্ষা- ২৭/০৭/২০২৫

৫) WBCS এক্সিকিউটিভ পরীক্ষা (প্রিলিমিনারি), ২০২৪- ০৭/০৯/২০২৫

৬) মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা (প্রিলিমিনারি), ২০২৪- ২৩/১১/২০২৫

SSC Exam Calendar 2025

৭) লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা- ১৪/১২/২০২৫

৮) ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট ১) পরীক্ষা, ২০২৪- ২৮/১২/২০২৫

উপরে উল্লেখিত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির পাশাপাশি ড্রাফটস ম্যান ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার, ড্রাফটস্ ম্যান ইন PWD, সার্ভেয়ার ইন PWD র পাশাপাশি একাধিক পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে।

WBPSC CLERKSHIP MAIN BEST BOOK

WBPSC Clerkship Main Exam Book

পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি দপ্তরে নিয়োগের পাশাপাশি এই বার্ষিক ক্যালেন্ডার এর মাধ্যমে UPSC র একাধিক পরীক্ষার তারিখও প্রকাশ করেছে WBPSC। প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে, UPSC সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে ২৫/০৫/২০২৫ তারিখে, ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ০৮/০৬/২০২৫ তারিখে।

আরও পড়ুনঃ ৩২ হাজার শূন্যপদে রেলওয়ে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন শুরু হলো

এছাড়াও UPSC র অন্তর্গত জিও সাইন্টিস্ট নিয়োগ, মেডিকেল অফিসার নিয়োগ, ভারতীয় ফরেস্ট সার্ভিস পদে নিয়োগ ইত্যাদি সম্পর্কিত তথ্যও রয়েছে বার্ষিক ক্যালেন্ডারে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে দেখে প্রয়োজনীয় পরীক্ষার তারিখ গুলি নোট করে নেবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join