চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

Food SI Exam Date 2023 | ফুড সাব ইন্সপেক্টার পরীক্ষার তারিখ জানা গেল, বিস্তারিত জেনে নিন

একগুচ্ছ শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর (Food SI) নিয়োগে তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। সদ্য সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট পদের আবেদন গ্রহণ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। আবেদন পৌছেছে ১৩ লক্ষ ২২ হাজারে। ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা কবে হবে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রার্থীরা। আর এবার সামনে এল নিয়োগ পরীক্ষার তারিখ।

ফুড সাব ইন্সপেক্টার পরীক্ষার তারিখ

সূত্রের খবর, ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। আগামী বছরের মার্চ মাসের দিকে এই পদের পরীক্ষা আয়োজনের সম্ভাবনা রয়েছে। অক্টোবরে উৎসবের কারণে একটানা ছুটি কাটিয়ে নভেম্বরে রয়েছে ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম। যা নিয়ে ইতোমধ্যে ব্যস্ততা চলছে রাজ্যের অন্দরে। তার পরের মাসে ডিসেম্বরে ‘প্রাইমারি টেট’ পরীক্ষা। কিছুদিন আগেই পর্ষদের তরফে জানানো হয়েছে, ১০ ডিসেম্বর হবে টেট। রাজ্যের লাখ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এই পরীক্ষায়। ফলে গোটা মাস জুড়েই চলবে প্রস্তুতি। এরপর ২৫ ডিসেম্বর ও বর্ষশেষের আগে ফের কোনো পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই মার্চ মাসেই ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা হবে বলে সূত্রের খবর।

Food SI Guidance Guru

আরও পড়ুনঃ ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

নানান জটিলতা কাটিয়ে চলতি বছরে ফের ফুড এস আই নিয়োগে তৎপর হয়েছে রাজ্য। ৪৮০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। শূন্যপদের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা চোখে পড়ার মতো। ফলে নিয়োগে যে প্রতিযোগিতা যথেষ্ট বেশি হবে তা স্বাভাবিকভাবেই ধারণা করা যায়। এবারের পরীক্ষায় আগাম সতর্ক হয়েছে রাজ্য সরকার। দুর্নীতি থেকে দূরে থাকতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। তাই পরীক্ষা প্রস্তুতিতে বেশ কিছুটা সময় লাগবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে দিনক্ষণ ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে, অতি শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানাবে পিএসসি। তাই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান 👇🏿👇🏿

ফুড সাব ইন্সপেক্টার পরীক্ষার তারিখ

Home Breaking E - Paper Video Join