চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBPSC Food SI | ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, মাধ্যমিক পাশে আবেদন করুন

WBPSC Food SI: বহু প্রতীক্ষার অবসান! অবশেষে প্রকাশিত হলো ফুড সাব ইন্সপেক্টর (Food SI) নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলেই পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন ক্রম পরীক্ষা পদ্ধতি সহ বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে।

WBPSC Food SI Recruitment 2023

পদের নাম- ফুড সাব ইন্সপেক্টর (Food SI)।
মোট শূন্যপদ- 480 টি (UR- 220, SC- 97, ST- 29, OBC A- 48, OBC B- 34, PWD- 19, EX Servicemen- 24, MSP- 9)
শিক্ষাগত যোগ্যতা- ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। আবেদনকারী কে বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। যেসব প্রার্থীদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়।

WBPSC Food SI পরীক্ষার Free Mock Test -এর জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন- Click Here

বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2023 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
বেতন- পশ্চিমবঙ্গ সরকারের পে লেবেল 6 অনুযায়ী মূল বেতন 22,700 টাকা থেকে 58,500/- টাকা।

Food SI Syllabus Download 

আবেদন পদ্ধতি- আবেদন করা যাবে সরাসরি অনলাইনে। WBPSC -র অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। নতুন প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, পরে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন চলবে আগামী 20 সেপ্টেম্বর, 2023 তারিখ পর্যন্ত।

Food SI Free Practice Set Question

নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক। প্রতিটি বিষয় থেকে 50 টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1, পরীক্ষার সময়সীমা দেড় ঘন্টা। লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউয়ের জন্য ডাক আসবে। ইন্টারভিউ হবে 20 নম্বরের।

আবেদন শুরু- 23/08/2023
আবেদন শেষ- 20/09/2023

WBPSC Food SI

আবেদন ফি- অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের আবেদন ফি বাবদ 110/- টাকা পেমেন্ট করতে হবে। আবেদন ফি জমা করা যাবে Debit card/ Credit card/ Net Banking এর মাধ্যমে। SC/ ST/ পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী প্রার্থীদের কোনোরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

 

Home Breaking E - Paper Video Join