চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBSSC SLST 2025: স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের যোগ্যতা পরিবর্তন, প্রকাশিত হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

Exam Bangla

WBSSC SLST 2025: সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা WBSSC এর তরফে দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) এর জন্য গুরুত্বপূর্ণ দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। যেখানে চাকরি প্রার্থীদের জন্য অতিরিক্ত আবেদনের একাধিক সুযোগ থাকছে। শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিষয়ভিত্তিক যোগ্যতার উপর ভিত্তি করে আবেদন থালাতে চাইছেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পদের বিষয়ভিত্তিক যোগ্যতার একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে WBSSC। এই দুটি বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে হলে শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

WBSSC SLST 2025 নতুন করে তালিকা প্রকাশের উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন দুটি তালিকা প্রকাশের মাধ্যমে নির্দিষ্ট পদে (WBSSC SLST 2025) আবেদনের যোগ্যতা গুলি স্পষ্ট করে দেওয়া হয়েছে। মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক-শিক্ষিকা নিয়োগ (WBSSC SLST 2025) এর ক্ষেত্রে কোন বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকলে, নির্দিষ্ট পদের জন্য আবেদন জানানো যাবে সেই বিষয়টি স্পষ্ট করেছে কমিশন। এরপরে নিয়োগের বিষয়টি শিক্ষক-শিক্ষিকাদের বুঝতে আরো অধিক পরিমাণে সুবিধা হবে বলেই মনে করছেন কমিশন কর্তৃপক্ষ।

IX-X এর জন্য বিষয়ভিত্তিক যোগ্যতা

  • বাংলা- আবেদনকারী চাকরিপ্রার্থীকে তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বা ফোকলোর বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।
  • জীবনবিজ্ঞান- জীবন বিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকা পদে আবেদনের জন্য স্নাতক স্তরে বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, বায়ো টেকনোলজি, ফিজিওলজি, সেরিকালচার, এনথোপোলজি, মলিকিউলার বায়োলজি, জেনেটিকস কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়গুলি থাকতে হবে। উল্লেখিত বিষয়গুলির মধ্যে যেকোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এবং তার পরবর্তী স্নাতকোত্তর স্তরেও বিষয়গুলি থাকলে আবেদন জানানো যাবে।
  • ভূগোল- ভূগোল বিষয় নিয়ে অনার্স গ্রাজুয়েশন ডিগ্রীর পরে রিমোট সেন্সিং ও জিআইএস কিংবা জিওইনফরমেটিক্স বা গ্রামীণ উন্নয়ন বিষয়ে স্নাতক উত্তর ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

  • গণিত- ম্যাথামেটিকাল স্ট্যাটিসটিক্স, স্ট্যাটিস্টিক বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স এর উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ইতিহাস- ইতিহাস নিয়ে অনার্স গ্রাজুয়েশনের পর আর্কিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের।
  • ভৌত বিজ্ঞান- পশ্চিমবঙ্গ রাজ্যের ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাকে রসায়ন, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স কিংবা বায়ো কেমিস্ট্রি এনভায়রনমেন্টাল সাইন্সে স্নাতক ডিগ্রী প্রাপ্ত হতে হবে।

WBSSC SLST 2025 একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক যোগ্যতা

  • বাংলা- তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বা ফোকলোর বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের।
  • অ্যাগ্রোনমি- কৃষিবিদ্যার সাথে এগ্রোনোমি বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • একাউন্টান্সি- বাণিজ্য বিভাগের নাটক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ফাইনান্স বিষয়ে MBA ডিগ্রী থাকলে আবেদন করা যাবে।
  • বায়োলজিক্যাল সায়েন্স- বোটানি, জুওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি কিংবা সমতুল্য বিষয়ের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন।
  • রসায়ন- বায়ো কেমিস্ট্রি, বিটেক বা এমটেক, পলিমার সাইন্স ও টেকনোলজি বা কেমিকাল টেকনোলজি বিষয়ের উপর অনার্স সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন জানানো যাবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ

  • কম্পিউটার অ্যাপ্লিকেশন- MCA, B.E. বা B.Tech. যেকোনো বিভাগ এ ডিগ্রির পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে শিক্ষক-শিক্ষিকারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
  • কম্পিউটার সাইন্স- কম্পিউটার টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তার বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই বিষয়ের শিক্ষক-শিক্ষিকা হিসেবে আবেদন জানানো যাবে।
  • এডুকেশন- এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী।
  • কমার্স- B.Com অনার্স গ্রাজুয়েশনের পরে MBA ডিগ্রি থাকতে হবে।
  • রাষ্ট্রবিজ্ঞান- ইন্টারন্যাশনাল রিলেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি।

উপরে উল্লেখিত বিষয়গুলির পাশাপাশি WBSSC SLST 2025 এর সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিস, ভিজুয়াল আর্টস, পদার্থবিদ্যা, নিউট্রিশন, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি বিষয়েরও বিষয়ভিত্তিক যোগ্যতার উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তি দুটিতে। প্রত্যেকটি বিষয়ের সঠিক যোগ্যতা ভালোভাবে বুঝে নেওয়ার জন্য ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকাদের অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে।

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join