চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

DA Protest in WB: নয়া ধাঁচে পথে নামবেন ডিএ আন্দোলনকারীরা! বিশেষ কর্মসূচি আসছে অগাস্টে

মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে বৃহত্তর আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি। প্রকাশ্যে দাবি তুলে বিক্ষোভ যেমন চলছে, তেমনই শীর্ষ আদালতে এগোচ্ছে মামলা। ডিএ মামলার পরবর্তী শুনানি হতে পারে নভেম্বরে। সুপ্রিম কোর্টের রায় কোনদিকে যায়, এখন তার অপেক্ষায় কর্মীরা। এমতাবস্থায়, সূত্রের খবর, ডিএ আন্দোলন নিয়ে নয়া পরিকল্পনা করছে সংগ্রামী যৌথ মঞ্চ। ‘ভারত ছাড়ো’-এর ধাঁচে এবার পরিচালিত হবে তাঁদের অভিযান।

সূত্রের খবর, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের আলোকে ‘বাংলা ছাড়ো মমতা’ অভিযানে নামতে পারেন সরকারি কর্মীগণ। ধাঁচ অনুসরণ করে আগামী ৯ অগাস্ট বিধানসভা অভিযান ডাকতে পারেন তাঁরা। ডিএ আন্দোলনকারীরা সমবেত কণ্ঠে স্লোগান তুলে পথে নামতে পারেন। আপাতত তেমনটাই ভাবনাচিন্তা চলছে বলে জানা যাচ্ছে। আগামী ২/৩ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি, এবারের আন্দোলনে যোগদানের আহ্বান জানানো হবে রাজ্যের অস্থায়ী কর্মী ও আন্দোলনকারী চাকরিপ্রার্থীদেরও।

আরও পড়ুনঃ সপ্তম বেতন কমিশন নিয়ে এই আপডেটটি জানেন কী?

সূত্রের খবর, নয়া আন্দোলন কর্মসূচিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও শূন্যপদ পূরণের দাবি তোলা হবে। এ আন্দোলন আরও বৃহৎ আকার নেবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে যেখানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারের কর্মীরা পান ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা। সম্প্রতি দেশের বেশ কিছু রাজ্যে সরকারি কর্মীদের দাবি মেনে নিয়ে ডিএ বাড়ানো হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনোও উদ্যোগ না নেওয়ায় সোচ্চার হয়েছেন সরকারি কর্মীরা।

পথে নামবেন ডিএ আন্দোলনকারীরা

Home Breaking E - Paper Video Join