চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

নভেম্বর মাসে সরকারি কর্মীদের জন্য একটানা ছুটি, দেখে নিন নভেম্বর মাসের ছুটির তালিকা

পুজোর ছুটি শেষ হতে না হতে আবারও ছুটির খবর। পুরো নভেম্বর মাস জুড়েই রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি- ছুটি আর ছুটি। গোটা নভেম্বর মাস জুড়ে মোট ১৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে, কোন কোন দিন কিসের ছুটি দেখে নিন এক নজরে।

৩১ অক্টোবর কালীপূজার জন্য তো ছুটি ছিলই, এরপর রাজ্য সরকারের তরফ থেকে কালীপূজার পরের দিন শুক্রবার (১ নভেম্বর) ও তারপরের দিন শনিবার (২ নভেম্বর) ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ নভেম্বর রবিবার সাধারণভাবে ছুটির দিন কিন্তু এদিন ভাইফোঁটা পড়েছে, তাই তারপরের দিন ৪ নভেম্বর সোমবার অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

নভেম্বর মাসের ছুটির তালিকা

তারিখছুটি
৩১ অক্টোবর, বৃহস্পতিবারকালীপূজা
১ নভেম্বর, শুক্রবারদিওয়ালি
২ নভেম্বর, শনিবারঅতিরিক্ত ছুটি
৩ নভেম্বর, রবিবারভ্রাতৃদ্বিতীয়া
৪ নভেম্বর, সোমবারঅতিরিক্ত ছুটি
৭ নভেম্বর, বৃহস্পতিবারছটপুজো
৮ নভেম্বর, শুক্রবারঅতিরিক্ত ছুটি
৯ নভেম্বর, শনিবারঅতিরিক্ত ছুটি
১০ নভেম্বর, রবিবারঅতিরিক্ত ছুটি
১৫ নভেম্বর, শুক্রবারগুরু নানকের জন্মদিন
১৬ নভেম্বর, শনিবারঅতিরিক্ত ছুটি
১৭ নভেম্বর, রবিবারসাধারণ ছুটি
৩০ নভেম্বর, শনিবারছুটি
১ ডিসেম্বর, রবিবারসাধারণ ছুটি

মাঝের দুদিন কাজ হবে সরকারি দপ্তরে, আবার ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ছটপুজো উপলক্ষে ছুটি। ছটপুজোর পরের দিন শুক্রবার অতিরিক্ত ছুটি, তারপর আবার শনি ও রবিবার। ছুটির তালিকা না থেমে ১৫ নভেম্বর (শুক্রবার) গুরু নানকের জন্মদিন। তারপরে শনিবার ও রবিবার মিলিয়ে একটানা তিন দিনের ছুটি। আবার নভেম্বর মাসের শেষ দিন (৩০ নভেম্বর) শনিবার ছুটি, তারপরের দিন রবিবার ১ ডিসেম্বর ছুটি।

আরও পড়ুনঃ ওবিসি সার্টিফিকেট নিয়ে নতুন আপডেট 

সবমিলিয়ে নভেম্বর মাস জুড়ে সরকারি কর্মীদের জন্য সুখবর বটেই। নভেম্বর মাসের মধ্যে প্রায় অর্ধেক মাস ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা।

Home Breaking E - Paper Video Join