চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

HS Result 2025: উচ্চ মাধ্যমিকে কোন বিষয়ে কত পেলে পাশ, জানিয়ে দিল শিক্ষা সংসদ

Exam Bangla

HS Result 2025: মে মাসের ২ তারিখে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হতে পারে। রাজ্যের এসএসসি দুর্নীতি নিয়ে সমগ্র ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার আগেই WBCHSE র তরফে জানানো হয় এমনটা। কিন্তু এরই মধ্যে টেনশন বাসা বেঁধেছে অভিভাবক ও শিক্ষার্থীদের মনে। প্রশ্ন একটাই, কত পেলে পাস! তার উত্তরই এবার জানিয়ে দিল শিক্ষা সংসদ।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকে ইংরেজি, বাংলা সহ মোট ৬ বিষয়ে পরীক্ষা হয়। ইংরেজি বাংলা বাদ দিলে থাকে বাকি ৪। তৃতীয়,চতুর্থ সেমিস্টার পেতে হবে এই নম্বর।জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের ঐচ্ছিক বিষয় সহ ৪ বিষয়ের মধ্যে তিনটিতে নুন্যতম ৩০ শতাংশ নম্বর পেতে হবে। এইটুকু না পেলে ওই পরীক্ষার্থীকে অকৃতকার্য হবেন, সহজ ভাষায় বলতে গেলে পাস করবেন না। শনিবার, বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে স্পষ্ট জানানো হল এমনটাই।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৫ দেখার ধাপ

  • wbbse.wb.gov.in-এ WBCHSE-এর অফিসিয়াল রেজাল্ট পেজে যান।
  • উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় ক্ষেত্রে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন।
  • বিস্তারিত তথ্য প্রবেশ করার পর, “Submit” বাটনে ক্লিক করুন।
  • এবার আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • আপনার ফলাফলটি ডাউনলোড এবং প্রিন্ট করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য সংরক্ষণ করুন।

আরও পড়ুনঃ এই লিংকে মধ্যমিকের রেজাল্ট সর্বপ্রথম দেখা যাবে, সেভ করে রাখুন এই লিংক

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোট

  • সম্পূরক পরীক্ষা: যদি কোন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাহলে তারা ফের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে, যার বিস্তারিত রেজাল্টের এই দিনই জানানো হবে।
  • যদি কোনও শিক্ষার্থী তাদের নম্বরে অসন্তুষ্ট হন, তাহলে তারা তাদের প্রশ্নপত্রের পুনঃমূল্যায়ন করার জন্য আবেদন করতে পারেন।
  • ফলাফল ঘোষণার পরে পদ্ধতি এবং সময়সীমা অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কটা থেকে অনলাইনে দেখা যাবে?

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join