চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBJEE Exam Date 2025: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ প্রকাশিত হলো, কবে পরীক্ষা দেখুন

Exam Bangla

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ‌ একটি বিজ্ঞপ্তি জারি করেছে ‌‌ যেখানে বলা হচ্ছে যে ঠিক কত তারিখ থেকে একাধিক করছে ভর্তি হওয়ার পরীক্ষা শুরু হবে এবং কোথায় এই পরীক্ষার বসার ফর্ম পাওয়া যাবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামটি হল OMR ভিত্তিক সাধারণ একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষাতে যারা যোগ্য হিসেবে নির্বাচিত হবেনই তারা পশ্চিমবঙ্গে বিটেক কোর্সের আবেদন করার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইঞ্জিনিয়ারিং ‌টেকনোলজি ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা ‌ WBJEE 2025 নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড।

West Bengal Joint Entrance Examination
পরীক্ষার নামWBJEE 2025
পরীক্ষার তারিখ২৭শে এপ্রিল ২০২৫, রবিবার
পরীক্ষার সময়সকাল ১১ টা থেকে দুপুর ১টা। দুপুর ২টো থেকে বিকেল ৪টে
পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখএপ্রিল, ২০২৫
WBJEE Answer Key প্রকাশমে, ২০২৫
Answer Key চ্যালেঞ্জ করার তারিখমে, ২০২৫
WBJEE চূড়ান্ত Answer Key প্রকাশের তারিখজুন, ২০২৫
WBJEE ফলাফলের তারিখজুন, ২০২৫

ছাত্রদের পরীক্ষার পর WBJEE র‌্যাঙ্ককার্ড অনলাইনে দেখে নিতে হবে এবং তারপর WBJEE এর তরফ থেকে কাউন্সিলিংয়ের তারিখ প্রকাশ করা হবে এবং প্রকাশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কাউন্সিলিং সেশনে অংশগ্রহণ করবেন এরপর WBJEE ২০২৫ এর আসনে বন্টন হবে।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কি কি স্কলারশিপের আবেদন চলছে

WBJEE Exam Date 2025

উল্লেখ্য, এই পরীক্ষার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে ওয়েবসাইট www.wbjeeb.nic.in/www.wbjeeb.in এ নিয়মিত নজর রাখতে হবে।

পরীক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇👇

join Telegram

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join