চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, মাসিক বেতন পাবেন ১০ হাজার টাকা

Exam Bangla

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পাস করে চাকরির স্বপ্ন দেখছেন! আপনার সেই স্বপ্নই সফল হতে চলেছে এবার। নিয়োগের জন্য একটি ওয়াক-ইন-ইন্টারভিউ নেওয়ার আয়োজন করছে। পশ্চিম বর্ধমান জেলা ভূমি বিভাগ ইতিমধ্যেই এই চাকরির খবর দিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। আপনিও যদি আবেদন করতে চান, একবার বিস্তারিত জেনে নিন।

পদের বিবরণ: চুক্তিভিত্তিক কেরানি সহকারি বা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিসিএ)
পদ সংখ্যা: ০৮ (আট)।
বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা (নির্দিষ্ট)।
চাকরির ধরণ: চুক্তিভিত্তিক।
নির্বাচন প্রক্রিয়া: সরকারি নিয়ম এবং অনুমোদন অনুযায়ী নির্বাচন করা হবে।

বয়স: এই বিজ্ঞপ্তির তারিখ অনুসারে ৬৪ বছরের কম হতে হবে।
যোগ্যতা: মাধ্যমিক (দশম শ্রেণী) পাশ অথবা সমতুল্য।
কম্পিউটার নলেজ: এমএস ওয়ার্ড এবং এক্সেল জানা জরুরি।
অভিজ্ঞতা: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পুনরায় নিয়োগের সুযোগ এটি।
অগ্রাধিকার: পশ্চিম বর্ধমান জেলায় বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুনঃ রাজ্যে নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, কবে থেকে আবেদন শুরু?

ইন্টারভিউয়ের তারিখ: ১৭ মে ২০২৫
ইন্টারভিউয়ের সময়: সকাল ১১:০০
ইন্টারভিউয়ের স্থান: চেম্বার অফ এডিএম(জি), পশ্চিম বর্ধমান জেলা অফিস/ ADM(G), Paschim Bardhaman

প্রয়োজনীয় কাগজপত্র

সাক্ষাৎকারের দিন প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলির একটি আসল সেট এবং এক সেট স্ব-প্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আনতে হবে:

  • জন্ম তারিখের প্রমাণ হিসাবে বার্থ সারটিফিকেট বা যেকোনো সরকারি পরিচয়পত্র।
  • বাসস্থানের প্রমাণপত্র হিসাবে- গ্রাম পঞ্চায়েত প্রধান, পৌরসভার চেয়ারম্যান, মেয়র, এসডিও, অথবা বিডিও কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, ভোটার আইডিঅথবা আধার কার্ড (যে কোনও একটি )।
  • অবসর গ্রহণের প্রমাণপত্র হিসাবে পিপিও অথবা পেনশন নথি।
  • শেষ নিয়োগকর্তার দেওয়া অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পাসের সার্টিফিকেট।
  • কম্পিউটার নলেজের সার্টিফিকেট। থাকলে ভালো, না থাকলেও খুব একটি সমস্যা হবে না।
  • একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি। আবেদনপত্রে পেস্ট করে নেবেন।

চাকরির খবরঃ পৌরসভায় বিপুল নিয়োগ! মাসিক বেতন ২৪,০০০ টাকা

আবেদন করার পদ্ধতি

প্রার্থীদের আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন জমা দিতে হবে। ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে: www.paschimbardhaman.gov.in

গুরুত্বপূর্ণ বিষয়

  • ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য কোনও ভ্রমণ ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।
  • জেলা স্তরের নির্বাচন কমিটি ইন্টারভিউ নিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
  • নির্বাচিত প্রার্থীদের পশ্চিম বর্ধমান জেলার যে কোনও স্থানে পোস্ট করা হতে পারে।

যোগাযোগের ঠিকানা: আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে ইমেল করুন: esttpaschimbdn@gmail.com।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join