চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Police Recruitment: শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশের বিশাল শূন্যপদে নিয়োগ! তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণের পথে নবান্ন

পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দরুণ সুখবর। পুলিশ বিভাগের হাজার হাজার শূন্যপদে নিয়োগ পাবেন তারা। সূত্রের খবর, রাজ্যের ১৬ টি মহকুমা স্তরে মোট ২০টি মহিলা থানা নির্মাণের প্রস্তাব পাঠিয়েছে রাজ্য পুলিশ দফতর। সম্প্রতি এই প্রস্তাব পৌঁছেছে নবান্নে। আর প্রস্তাব মাফিক জেলায় জেলায় মহিলা থানার সংখ্যা বাড়লে প্রচুর শূন্যপদে নিয়োগের দরজা খুলে যাবে চাকরিপ্রার্থীদের সামনে।

রাজ্যে মহিলা ঘটিত অপকর্ম ঠেকাতে প্রতিটি মহকুমায় অন্তত একটি করে হলেও মহিলা থানা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়েই মহিলা থানার সংখ্যা বৃদ্ধির প্রস্তাব দিল পুলিশ দফতর। পুলিশ বিভাগের তরফে যে মহকুমায় তালিকা দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে সুন্দরবনের কাকদ্বীপ, মুর্শিদাবাদের ডোমকল, লালবাগ, কান্দি, দার্জিলিংয়ের কর্শিয়াং, পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা, পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি কোচবিহারের তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, বীরভূমের রামপুরহাট, রানাঘাটের কল্যাণী, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর, বসিরহাট, ও ইসলামপুরের ইসলামপুর মহকুমাগুলি। সূত্রের খবর, এর আগেও এই নিয়ে একবার প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে এবার ফের নতুন করে নবান্নে চিঠি পাঠানো হয়েছে বলেই জানা যাচ্ছে।

শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশের বিশাল শূন্যপদে নিয়োগ

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের ভাতা বাড়াল রাজ্য সরকার

পুলিশ সূত্রে খবর, রাজ্যে অবস্থিত মহিলা থানা গুলিতে হাতে গোনা অফিসার ও পুলিশ কর্মী রয়েছেন। যে চিত্রে মোটেই সন্তুষ্ট নয় পুলিশ দফতর। তাঁদের বক্তব্য, রাজ্যে মহিলা থানার সংখ্যা বাড়লে একদিকে যেমন মহিলা পুলিশ কর্মীর সংখ্যা বাড়বে, তেমনই নিয়োগ পাবেন অসংখ্য চাকরিপ্রার্থী। আশা করা যাচ্ছে, অতি শীঘ্রই নবান্নের তরফে প্রস্তাবের জবাব আসবে। চলতি বছরের মধ্যেই পরিকল্পনার বাস্তবায়নে জোর দেবে রাজ্য সরকার।

শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশের বিশাল শূন্যপদে নিয়োগ

Home Breaking E - Paper Video Join