চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

আবারও ছুটি থাকবে রাজ্যের স্কুল ও কলেজ, ছুটির ঘোষণা করল নবান্ন

কিছুদিন আগেই একটানা গরমের ছুটি কাটিয়েছেন রাজ্যের পড়ুয়ারা। প্রায় দেড় মাসের ছুটিতে বন্ধ ছিল পঠনপাঠন। তবে এখানেই শেষ নয়, আগামী মাসে আরও একগুচ্ছ ছুটি অপেক্ষা করছে তাঁদের জন্য। আগেই ঘোষণা হয়েছিল বেশ কয়েকদিনের ছুটি চলবে জুলাইয়ে। আর এবার সেই তালিকায় যুক্ত হল অতিরিক্ত ছুটির দিন। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করেছে নবান্ন।

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। কিছুদিন আগে রাজ্যের তরফে জানানো হয়েছিল, ৮ জুলাই নির্বাচনের কারণে পঞ্চায়েত ভোটের অধীনে থাকা এলাকাগুলির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্বয়ংস্বাসিত ও সরকারি সংস্থাগুলি ছুটি থাকবে। শুধু তাই নয়, ভোটের আগের দুদিন অর্থাৎ ৬ ও ৭ জুলাইতেও ভোটের প্রস্তুতি জনিত কারণে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে বলে জানায় রাজ্য সরকার। কিন্তু এবার নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, ভোট পরবর্তী সোমবার অর্থাৎ ১০ জুলাইতেও ছুটি থাকছে রাজ্যের স্কুল ও কলেজগুলি।

চাকরির খবরঃ জেলা আদালতে এইট পাশে গ্রূপ- ডি কর্মী নিয়োগ

সাধারণত, পঞ্চায়েত ভোটের আগের দিন ও পরের দিন ভোট সামগ্রী রাখার জন্য কাছাকাছি স্কুল ও কলেজগুলিকে স্ট্রংরুম হিসেবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ভোটের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্কুল ও কলেজগুলিতে ছুটি থাকবে বলে জানিয়েছে নবান্ন। আগেই ধরা হচ্ছিল, ভোটের আগের দুদিন অর্থাৎ (৬ ও ৭ জুলাই), ভোটের দিন (৮ জুলাই) ও ভোটের পরের দিন (৯ জুলাই) মিলিয়ে মোট চার দিনের ছুটি পাবেন ছাত্রছাত্রীরা। তবে এবার সেই ‘ভোট ছুটির’ তালিকায় যুক্ত হল আরও একটি দিন। সোমবার ১০ জুলাইতেও ছুটি চলবে রাজ্যে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পশে সেরা ৩ টি স্কলারশিপ

join Telegram

Home Breaking E - Paper Video Join