চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Board Exam 2024: বদলে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী! পরীক্ষার দিন কখন পৌছতে হবে কেন্দ্রে? বিস্তারিত জেনে নিন

Exam Bangla

হাতে আর মাসখানেকও সময় নেই। ফেব্রুয়ারির প্রারম্ভে শুরু হতে চলেছে মাধ্যমিক, আর তারও কিছুদিন পরে উচ্চমাধ্যমিক আয়োজন হবে রাজ্যে। ফেব্রুয়ারির মধ্যেই শেষ হবে উভয় বোর্ড পরীক্ষা। এরইমধ্যে পর্ষদ ও সংসদের নতুন সিদ্ধান্তে চাপ সৃষ্টি হলো পড়ুয়া মহলে। বৃহস্পতিবার ছিল নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের বৈঠক। আর এই বৈঠকের পরেই নতুন সিদ্ধান্ত জানতে পারলেন দুই বোর্ড পরীক্ষার পরীক্ষার্থীরা। সংশ্লিষ্ট বোর্ডের তরফে জানানো হল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়সীমা বদলে যাচ্ছে। নির্ধারিত সময়ের দুই ঘন্টা আগে শুরু হবে মাধ্যমিক। আর নির্ধারিত সময়ের দুই ঘন্টা পনেরো মিনিট আগে থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু কেন এই হঠকারী সিদ্ধান্ত? অবশেষে মুখ খুললেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষার দিন কখন পৌছতে হবে কেন্দ্রে? তাও জানিয়েছেন পর্ষদ সভাপতি।

গতকাল সংশ্লিষ্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল বেলা ১১:৪৫-এর বদলে সকাল ৯:৪৫ মিনিট থেকে আরম্ভ হবে মাধ্যমিক। আবার, বেলা ১২ টার বদলে সকাল ৯:৪৫ মিনিট থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক। প্রায় তিন দশক পর বোর্ড পরীক্ষার সময় পরিবর্তন হতে শিক্ষক ও পড়ুয়া মহলে শুরু হয় অসন্তোষ। কেন এই সিদ্ধান্ত? জানতে চেয়ে বোর্ডের কাছ থেকে বিবৃতি চেয়েছিলেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। এর মধ্যে বৃহস্পতিবার সাংবাদিক সন্মেলন করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান বিভিন্ন শেয়ার হোল্ডার ও অ্যাড হক কমিটির সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপর মহল থেকে নির্দেশ আসার পরই পরীক্ষার সময়ক্ষণ বদলানো হয়েছে। রামানুজবাবু এও জানান, যে এই সিদ্ধান্ত পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষাকর্মী ও সকল পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই নেওয়া। তাঁর কথায়, এই বদল প্রয়োজন ছিল।

আরও পড়ুনঃ মাধ্যমিক ২০২৪ লাস্ট মিনিট সাজেশন 

কী কারণে এই সিদ্ধান্তের প্রয়োজন হলো সে নিয়েও বিবৃতি দিয়েছেন পর্ষদ সভাপতি। তিনি জানান, “পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে পরীক্ষার্থীরা বাড়িতে গিয়ে পরের পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিতে পারবে। শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা যাঁরা রয়েছেন, তাঁরাও খাতা ও অন্যান্য নথিপত্র নিয়ে ফিরতে পারবেন। পরের দিনের পরীক্ষা প্রস্তুতি যাতে সঠিকভাবে থাকে, তারও ব্যবস্থা রাখা হবে।” তাহলে কটার সময় পরীক্ষা কেন্দ্রে পৌছতে হবে পরীক্ষার্থীদের? পর্ষদ সভাপতি জানান, পরীক্ষার দিন সকাল আটটায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের। আর সাড়ে আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসবেন পরীক্ষার্থীরা। খাতা দেওয়া হবে ৯:৫৫ মিনিটে। আর পরীক্ষা শুরু হবে দশটা থেকে। পরীক্ষা চলবে বেলা একটা পর্যন্ত। নতুন এই সিদ্ধান্তের ফলে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। উপর মহলের হঠকারিতার ফলে ভুগতে হবে পরীক্ষার্থীদের, এ কথাও বলছেন বিশেষজ্ঞরা। যদিও পর্ষদ-সংসদের তরফে আশ্বাস। পরীক্ষার্থী-দের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখা হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024

join Telegram

Exam Bangla

ExamBangla.com হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চাকরি খবরের নিউজ পোর্টাল। প্রতিটি আপডেটের সত্যতা যাচাই করে অফিশিয়াল নোটিশের ভিত্তিতে পাবলিশ করা হয়। প্রতিটি খবর ১০০ শতাংশ সঠিক।

Home Breaking E - Paper Video Join