চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Govt Job: খাদ্য ভবনে চাকরির সুযোগ দেখে নিন আবেদন পদ্ধতি

WB Govt Job: ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যারহাউসিং কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে রাজ্যের খাদ্য ভবনে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যারহাউসিং কর্পোরেশন হলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা। এক বছরের চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

পদের নাম: পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (P.A.)
মোট শূন্যপদ: 2 টি।
বয়স: সর্বোচ্চ 62 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে।
বেতন: প্রতি মাসে 15,000/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:
১) যে কোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
২) বাংলা ও ইংরেজি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। পাশাপাশি হিন্দি ভাষা বলতে জানতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটের কাজে দক্ষ হওয়া বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: যেকোনো সরকারি দপ্তর কিংবা নামকরা প্রতিষ্ঠানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট/ পার্সোনাল সেক্রেটারি/ কনফিডেনসিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। www.warehousing.com ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 8 জানুয়ারি, 2021।

নিয়োগ পদ্ধতি: মোট চারটি ধাপে নিয়োগ করা হবে।
১) লিখিত পরীক্ষা।
২) কম্পিউটার টাইপিং টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট।
৩) কম্পিউটার দক্ষতা পরীক্ষা।
৪) পার্সোনাল ইন্টারভিউ এবং শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন।

Download Official Notification
Apply Online Click here

Leave a Comment

Home Breaking E - Paper Video Join