চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

প্রধান শিক্ষকদের টাকা ফেরত দিতে হবে! স্পষ্ট জানাল শিক্ষা দফতর

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে গোটা বিষয়টি খোলসা করেছে শিক্ষা দফতর। সোমবার প্রকাশ পেয়েছে ওই বিজ্ঞপ্তি। সিদ্ধান্তের সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকদের। নির্দেশ মতো স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নেওয়া অতিরিক্ত বেতন ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে।

একসময় নিয়ম হয়েছিল, ২০০৯ সালের ২৭ শে ফেব্রুয়ারির পর রাজ্যের কোনো স্কুল যদি মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে উন্নীত হয়, তবে সেই স্কুলের প্রধান শিক্ষক অতিরিক্ত ২০০ টাকা পেতে গ্রেড পাবেন। শিক্ষা দফতরের এক যুগ্ম সচিব নির্দেশ দেন, উচ্চমাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষকেরা ২০০ টাকা পেতে গ্রেডের সঙ্গে ৩ শতাংশ বর্ধিত বেতন পাবেন। এদিকে রাজ্যের তরফে জানা যায়, এই নির্দেশ অর্থ দফতরের অনুমোদন ছাড়াই দেওয়া হয়েছিল। এদিকে ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত যুগ্ম সচিবের নির্দেশ মেনে বেতন সংগ্রহ করেন প্রধান শিক্ষকেরা। এদিকে দেখা যাচ্ছে, অতিরিক্ত বেতন নেওয়া এই শিক্ষকদের অবসরের পর পেনশনে জটিলতা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ বিএড কোর্সে ভর্তি হওয়ার সব তথ্য জেনে নিন

এমতাবস্থায় শিক্ষা দফতরের নির্দেশ, যে সমস্ত প্রধান শিক্ষকেরা অতিরিক্ত বেতন নিয়েছিলেন তাঁদের সকলের তালিকা তৈরি করে পাঠাতে হবে। পাশাপাশি, জানতে চাওয়া হয়েছে তাঁরা অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন কিনা। এই নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ডিআই) দের। এক্ষেত্রে ডিআইদের একটি গুগল শিট পূরণ করতে হবে। বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে তথ্য জমা পড়বে শিক্ষা দফতরে।

প্রধান শিক্ষকদের টাকা ফেরত নেবে রাজ্য

Home Breaking E - Paper Video Join